
আদাব/নমস্কার,
আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি একটি স্বপ্নের নাম — যেখানে প্রতিদিন গড়ে উঠছে আগামী দিনের মানুষ। এখানে আমরা শুধু বইয়ের জ্ঞান দিই না, শেখাই সততা, শৃঙ্খলা, নৈতিকতা এবং মানুষের মতো মানুষ হওয়ার পথ। আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশু আলাদা ও বিশেষ। তাদের মাঝে লুকিয়ে আছে অশেষ সম্ভাবনা। সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমাদের শিক্ষকরা প্রতিনিয়ত যত্ন ও ভালোবাসার সাথে শিক্ষা দিয়ে যাচ্ছেন। আমি আশা করি, আমাদের ছাত্র-ছাত্রীরা মন দিয়ে পড়াশোনা করবে, শিক্ষক-অভিভাবকরা একসাথে কাজ করবে এবং এই প্রতিষ্ঠানটি সুনামের সাথে আরও অনেক দূর এগিয়ে যাবে।
ভালোবাসা ও শুভকামনায়।
সহকারী প্রধান শিক্ষক
(অসিত বরন চৌধুরী)
ব্রজেন্দ্রগঞ্জ রাম চন্দ্র উচ্চ বিদ্যালয়